16-17 পশ্চিম দিকের দরজার জন্য গুলিবাঁটে উঠল শুপ্পীম ও হোষার নামে। এই দরজাটা ছিল উপর দিকের রাস্তার উপরকার শল্লেখৎ নামে দরজার কাছে। এই সব লেবীয়রা পালা পালা করে কাজ করতেন্ত পূর্ব দিকে প্রতিদিন ছয়জন, উত্তর দিকে চারজন আর দক্ষিণ দিকে চারজন পাহারাদারের কাজ করতেন এবং ভাণ্ডার-ঘরে দু’জন দু’জন করে থাকতেন।