১ খান্দাননামা 27:17-23 MBCL

17 লেবি-গোষ্ঠীর নেতা কমূয়েলের ছেলে হশবিয়, হারুনের বংশের নেতা সাদোক,

18 এহুদা-গোষ্ঠীর নেতা দাউদের ভাই ইলীহূ, ইষাখর-গোষ্ঠীর নেতা মিকাইলের ছেলে অম্রি,

19 সবূলূন-গোষ্ঠীর নেতা ওবদিয়ের ছেলে যিশ্মায়য়, নপ্তালি-গোষ্ঠীর নেতা অস্রীয়েলের ছেলে যিরেমোৎ,

20 আফরাহীমের বংশের নেতা অসসিয়ের ছেলে হোশেয়, মানশা-গোষ্ঠীর অর্ধেক লোকদের নেতা পদায়ের ছেলে যোয়েল,

21 গিলিয়দে বাসকারী মানশা-গোষ্ঠীর বাকী অর্ধেক লোকদের নেতা জাকারিয়ার ছেলে যিদ্দো, বিন্যামীন-গোষ্ঠীর নেতা অবনেরের ছেলে যাসীয়েল,

22 দান-গোষ্ঠীর নেতা যিরোহমের ছেলে অসরেল।এঁরাই ছিলেন ইসরাইলের গোষ্ঠীগুলোর প্রধান নেতা।

23 দাউদ বিশ কিংবা তার চেয়ে কম বয়সী লোকদের সংখ্যা গণনা করলেন না, কারণ মাবুদ বনি-ইসরাইলদের সংখ্যা আসমানের তারার মত অসংখ্য করবেন বলে ওয়াদা করেছিলেন।