১ খান্দাননামা 27:28-34 MBCL

28 পশ্চিম দিকের নীচু পাহাড়ী এলাকার জলপাই ও ডুমুর গাছের ভার ছিল গদেরীয় বাল-হাননের উপর। জলপাইয়ের তেলের ভাণ্ডারের ভার ছিল যোয়াশের উপর।

29 শারোণে যে সব গরুর পাল চরত তাদের ভার ছিল শারোণীয় সিট্রয়ের উপর। উপত্যকার গরুর পালের ভার ছিল অদ্‌লয়ের ছেলে শাফটের উপর।

30 ইসমাইলীয় ওবীলের উপর ভার ছিল উটের পালের। মেরোণোথীয় যেহদিয়ের উপর ছিল গাধার পালের ভার।

31 ছাগল ও ভেড়ার পালের ভার ছিল হাগরীয় যাসীষের উপর। বাদশাহ্‌ দাউদের সম্পত্তির দেখাশোনার ভার ছিল এই সব তদারককারীদের উপর।

32 দাউদের চাচা যোনাথন ছিলেন পরামর্শদাতা, বুদ্ধিমান লোক ও বাদশাহ্‌র লেখক। বাদশাহ্‌র ছেলেদের শিক্ষার ব্যবস্থার ভার ছিল হক্‌মোনির ছেলে যিহীয়েলের উপর।

33 অহীথোফল ছিলেন বাদশাহ্‌র পরামর্শদাতা, অর্কীয় হূশয় ছিলেন বাদশাহ্‌র বন্ধু।

34 অহীথোফলের মৃত্যুর পরে অবীয়াথর ও বনায়ের ছেলে যিহোয়াদা বাদশাহ্‌র পরামর্শদাতা হয়েছিলেন। বাদশাহ্‌র সৈন্যদলের সেনাপতি ছিলেন যোয়াব।