4 দাউদ হেবরনে সাড়ে সাত বছর রাজত্ব করেছিলেন, আর সেই সময় হেবরনে তাঁর এই ছয় ছেলের জন্ম হয়েছিল।দাউদ তেত্রিশ বছর জেরুজালেমে রাজত্ব করেছিলেন,
5 আর সেখানে অম্মীয়েলের মেয়ে বৎশেবার গর্ভে তাঁর চারজন ছেলের জন্ম হয়েছিল। তারা হল শিমিয়া, শোবব, নাথন ও সোলায়মান।
6-8 এরা ছাড়া তাঁর আরও নয়জন ছেলের নাম ছিল যিভর, ইলীশূয়, ইল্পেলট, নোগহ, নেফগ, যাফিয়, ইলীশামা, ইলীয়াদা, ও ইলীফেলট।
9 এরা ছিল দাউদের ছেলে, আর তাদের বোনের নাম ছিল তামর। এছাড়াও দাউদের উপস্ত্রীদের গর্ভে আরও ছেলের জন্ম হয়েছিল।
10 সোলায়মানের ছেলে রহবিয়াম, রহবিয়ামের ছেলে অবিয়, অবিয়ের ছেলে আসা, আসার ছেলে যিহোশাফট,
11 যিহোশাফটের ছেলে যিহোরাম, যিহোরামের ছেলে অহসিয়, অহসিয়ের ছেলে যোয়াশ,
12 যোয়াশের ছেলে অমৎসিয়, অমৎসিয়ের ছেলে অসরিয়, অসরিয়ের ছেলে যোথম,