১ খান্দাননামা 4:41 MBCL

41 শিমিয়োন-গোষ্ঠীর এই সব লোকেরা এহুদার বাদশাহ্‌ হিষ্কিয়ের সময়ে সেখানে গিয়েছিল। তারা হামীয়দের বাসস্থানে গিয়ে তাদের আক্রমণ করল। এছাড়া তারা সেখানকার মিয়ূনীয়দেরও আক্রমণ করে সম্পূর্ণভাবে ধ্বংস করল। তাদের আর কোন চিহ্নই রইল না। তারপর তারা ঐ লোকদের জায়গায় বাস করতে লাগল, কারণ তাদের পশুপালের জন্য সেখানে প্রচুর ঘাস ছিল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ খান্দাননামা 4

প্রেক্ষাপটে ১ খান্দাননামা 4:41 দেখুন