9 অহীমাসের ছেলে অসরিয়, অসরিয়ের ছেলে যোহানন,
10 যোহাননের ছেলে অসরিয়। ইনি জেরুজালেমে সোলায়মানের তৈরী বায়তুল-মোকাদ্দসে ইমামের কাজ করতেন।
11 অসরিয়ের ছেলে অমরিয়, অমরিয়ের ছেলে অহীটূব,
12 অহীটূবের ছেলে সাদোক, সাদোকের ছেলে শল্লুম,
13 শল্লুমের ছেলে হিল্কিয়, হিল্কিয়ের ছেলে অসরিয়,
14 অসরিয়ের ছেলে সরায় এবং সরায়ের ছেলে যিহোষাদক।
15 মাবুদ যে সময় বখতে-নাসারকে দিয়ে এহুদা ও জেরুজালেমের লোকদের বন্দীদশায় পাঠিয়েছিলেন সেই সময় যিহোষাদককেও সেখানে পাঠিয়েছিলেন।