1 বিন্ইয়ামীনের প্রথম ছেলে হল বেলা, দ্বিতীয় অস্বেল, তৃতীয় অহর্হ,
2 চতুর্থ নোহা ও পঞ্চম রাফা।
3 বেলার ছেলেরা হল অদ্দর, গেরা, অবীহূদ,
4 অবীশূয়, নামান, আহোহ,
5 গেরা, শফূফন ও হূরম।
6-7 এহূদের ছেলেরা হল নামান, অহিয় ও গেরা। এঁরা ছিলেন গেবায় বাসকারী লোকদের বংশগুলোর নেতা। গেরা তাঁর দুই ভাইকে গেবা থেকে জোর করে বের করে দিলেন; তাতে তাঁরা মানহতে গিয়ে বাস করতে লাগলেন। গেরা ছিল উষঃ ও অহীহূদের পিতা।
8-9 শহরয়িম তার দুই স্ত্রী হূশীম ও বারাকে তালাক দিয়েছিল। মোয়াব দেশে তার অন্য স্ত্রী হোদশের গর্ভে তার এই সব ছেলেদের জন্ম হয়েছিল: যোবব, সিবিয়, মেশা, মল্কম,