19-21 শিমিয়ির ছেলেরা হল যাকীম, সিখ্রি, সব্দি, ইলিয়ৈনয়, সিল্লথয়, ইলীয়েল, অদায়া, বরায়া ও শিম্রৎ।
22-25 শাশকের ছেলেরা হল যিশ্পন, আবের, ইলীয়েল, অব্দোন, সিখ্রি, হানন, হনানিয়, ইলাম, অন্তোথিয়, যিফদিয় ও পনূয়েল।
26-27 যিরোহমের ছেলেরা হল শিম্শরয়, শহরিয়, অথলিয়, যারিশিয়, ইলিয়াস ও সিখ্রি।
28 এঁরা সবাই ছিলেন নিজের নিজের বংশের নেতা এবং বংশ-তালিকা অনুসারে এঁরা প্রত্যেকে ছিলেন প্রধান লোক। এঁরা জেরুজালেমে বাস করতেন।
29 যে লোক গিবিয়োন গ্রাম গড়ে তুলেছিল সে সেখানে বাস করত। তার স্ত্রীর নাম ছিল মাখা;
30 তার প্রথম ছেলে হল অব্দোন, তারপর সূর, কীশ, বাল, নাদব,
31-32 গদোর, অহিয়ো, সখর ও মিক্লোৎ। মিক্লোতের ছেলে হল শিমিয়া। এরাও জেরুজালেমে তাদের বংশের লোকদের কাছে বাস করত।