15 এর ফলে ফিলিস্তিনীদের যুদ্ধের মাঠের ছাউনিতে এবং সমস্ত সৈন্যদের মধ্যে একটা ভীষণ ভয় দেখা দিল; এমন কি, তাদের মিক্মসের ছাউনির ও হানাদার দলের সৈন্যেরা ভয়ে কাঁপতে লাগল, আর সেই সংগে ভূমিকমপও হল। সেই ভীষণ ভয় আল্লাহ্র কাছ থেকে এসেছিল।
সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ শামুয়েল 14
প্রেক্ষাপটে ১ শামুয়েল 14:15 দেখুন