১ শামুয়েল 2:4-10 MBCL

4 শক্তিমানদের ধনুক ভেংগে গেছে,কিন্তু যারা পড়ে গিয়েছিলতারা শক্তিশালী হয়ে উঠে দাঁড়িয়েছে।

5 যাদের পেট ভরা ছিলতারা খাবারের জন্য এখন অন্যের কাজ করছে;কিন্তু যাদের পেটে খিদে ছিলতাদের খিদে মিটে গেছে।যে বন্ধ্যা ছিল সে সাত সন্তানের মা হয়েছে,কিন্তু যার অনেক সন্তান সে এখন দুর্বল,সন্তানের জন্ম দিতে পারে না।

6 মাবুদই মারেন আর মাবুদই বাঁচান;তিনিই কবরে নামান আর তিনিই সেখান থেকে তোলেন।

7 মাবুদই মানুষকে ধনী বা গরীব করেন;হ্যাঁ, তিনিই নীচু করেন আর তিনিই উঁচু করেন।

8 তিনি গরীবকে ধুলার মধ্য থেকে তোলেন,আর অভাবীকে তোলেন ছাইয়ের গাদা থেকে।উঁচু পদের লোকদের সংগে তিনি তাদের বসতে দেন,আর দেন সম্মানের সিংহাসন;কারণ দুনিয়ার থামগুলো মাবুদেরই,তিনি সেগুলোর উপরে জমীনকে স্থাপন করেছেন।

9 তিনি তাঁর ভক্তদের উচোট খাওয়া থেকে রক্ষা করেন,কিন্তু দুষ্ট লোকেরা অন্ধকারে ধ্বংস হয়ে যায়;কারণ নিজের শক্তিতে কোন মানুষ জয়ী হয় না।

10 মাবুদের শত্রুরা চুরমার হয়ে যাবে,তিনি আসমানে তাদের বিরুদ্ধে গর্জন করবেন;দুনিয়ার শেষ সীমা পর্যন্ত তিনি লোকদের বিচার করবেন।তিনি তাঁর বাদশাহ্‌কে শক্তি দেবেনআর তাঁর অভিষেক-করা বান্দাকে জয়ী করবেন।”