১ শামুয়েল 9:11 MBCL

11 যে পথটা শহরের দিকে উঠে গেছে তাঁরা যখন সেই পথ ধরে উঠে যাচ্ছিলেন তখন কয়েকজন মেয়ের সংগে তাঁদের দেখা হল। সেই মেয়েরা পানি নেবার জন্য বেরিয়ে এসেছিল। তাঁরা সেই মেয়েদের জিজ্ঞাসা করলেন, “দর্শক কি এখানে আছেন?”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ শামুয়েল 9

প্রেক্ষাপটে ১ শামুয়েল 9:11 দেখুন