14 যারা আল্লাহ্র নিজের সম্পত্তি তাদের তিনি একটা অধিকার দেবার ওয়াদা করেছেন। তাদের যতদিন না সম্পূর্ণভাবে মুক্ত করা হয় ততদিন পর্যন্ত সেই অধিকারের প্রথম অংশ হিসাবে পাক-রূহ্কে তাদের দেওয়া হয়েছে। আর এই সবের দ্বারাই আল্লাহ্র মহিমার প্রশংসা হবে।
সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইফিষীয় 1
প্রেক্ষাপটে ইফিষীয় 1:14 দেখুন