12 আমার প্রিয় ভাইয়েরা, তোমরা তো সব সময় বাধ্য হয়েই আছ। তেমনি করে কেবল আমার উপস্থিতির সময়ে নয়, কিন্তু বিশেষ করে এখন আমার অনুপসি'তির সময়েও তোমরা ভয়ের সংগে তোমাদের কাজের মধ্য দিয়ে দেখাও যে, তোমরা গুনাহ্ থেকে নাজাত পেয়েছ।
সম্পূর্ণ অধ্যায় পড়ুন ফিলিপীয় 2
প্রেক্ষাপটে ফিলিপীয় 2:12 দেখুন