২ তীমথিয় 2:6-12 MBCL

6 যে চাষী পরিশ্রম করে তারই প্রথমে ফসলের ভাগ পাওয়া উচিত।

7 আমি যা বলছি তা তুমি চিন্তা করে দেখো, কারণ প্রভুই তোমাকে সব বিষয় বুঝবার ক্ষমতা দান করবেন।

8 ঈসা মসীহ্‌ সম্বন্ধে এই কথা মনে রেখো যে, তাঁকে মৃত্যু থেকে জীবিত করে তোলা হয়েছিল এবং তিনি দাউদের বংশের লোক ছিলেন। যে সুসংবাদ আমি তবলিগ করি তার মধ্যে এই কথা আছে,

9 আর এই সুসংবাদ তবলিগের জন্যই আমি কষ্ট ভোগ করছি; এমন কি, অপরাধীর মত আমাকে বাঁধাও হয়েছে। কিন্তু আল্লাহ্‌র কালামকে তো বাঁধা হয় নি।

10 তাই আল্লাহ্‌ যাদের বেছে নিয়েছেন তাদের জন্য আমি সব কিছু সহ্য করছি, যেন তারাও মসীহ্‌ ঈসার মধ্য দিয়ে নাজাত পায় এবং চিরকালের মহিমা লাভ করে।

11 এই কথা বিশ্বাসযোগ্য যে,মসীহের সংগে যদি আমরা মরে থাকি,তবে তাঁরই সংগে আমরা জীবিতও থাকব।

12 আমরা যদি ধৈর্য ধরে সহ্য করি,তবে তাঁর সংগে রাজত্বও করব।যদি তাঁকে আমরা অস্বীকার করি,তবে তিনিও আমাদের অস্বীকার করবেন।