আমোজ 1:10-15 BACIB

10 অতএব আমি টায়ারের প্রাচীরে আগুন নিক্ষেপ করবো,তা তার অট্টালিকাগুলো গ্রাস করবে।

11 মাবুদ এই কথা বলেন,ইদোমের তিনটা অধর্মের কারণে, এমন কি, চারটা অধর্মের জন্যআমি তার দণ্ড নিবারণ করবো না;কেননা সে তলোয়ার নিয়ে আপন ভাইকে তাড়না করেছিল, করুণার বিরুদ্ধাচরণ করেছিল; তার ক্রোধ নিত্য জ্বলে উঠতো, তার কোপ সব সময় প্রস্তুত থাকতো;

12 অতএব আমি তৈমনের উপরে আগুন নিক্ষেপ করবো,তা বস্রার অট্টালিকাগুলো গ্রাস করবে।

13 মাবুদ এই কথা বলেন,অম্মোনীয়দের তিনটা অধর্মের কারণে, এমন কি, চারটা অধর্মের জন্যআমি তাদের দণ্ড নিবারণ করবো না;কেননা তারা গিলিয়দস্থ গর্ভবতী স্ত্রীলোকদের উদর বিদীর্ণ করেছিল, যেন নিজেদের সীমা সম্প্রসারণ করতে পারে;

14 অতএব আমি রব্বার প্রাচীরে আগুন জ্বালাবো,তা তার অট্টালিকাগুলো গ্রাস করবে,যুদ্ধের দিনে সিংহনাদ হবে, ঘূর্ণিবাতাস দিনে প্রচণ্ড ঝটিকা হবে;

15 আর তাদের বাদশাহ্‌ ও তার কর্মকর্তারা একসঙ্গে নির্বাসনে যাত্রা করবে; মাবুদ এই কথা বলেন।