আমোজ 1:4-10 BACIB

4 অতএব আমি হসায়েল-কুলে আগুন নিক্ষেপ করবো,তা বিন্‌হদদের অট্টালিকাগুলো গ্রাস করবে।

5 আর আমি দামেস্কের অর্গল ভেঙ্গে ফেলবো, আবনের উপত্যকা থেকে সেখানকার নিবাসীকে ও বৈৎ-এদন থেকে রাজদণ্ডধারীকে মুছে ফেলব; এবং অরামের লোকেরা বন্দী হয়ে কীরে যাবে; মাবুদ এই কথা বলেন।

6 মাবুদ এই কথা বলেন,গাজার তিনটা অধর্মের কারণে, এমন কি, চারটা অধর্মের জন্যআমি তার দণ্ড নিবারণ করবো না,কেননা তারা ইদোমের হাতে তুলে দেবার জন্যসমস্ত লোককে বন্দী করে নিয়ে গিয়েছিল;

7 অতএব আমি গাজার প্রাচীরে আগুন নিক্ষেপ করবো,তা তার অট্টালিকাগুলো গ্রাস করবে।

8 আর আমি অস্‌দোদ থেকে সেখানকার নিবাসীকে ও অস্কিলোন থেকে রাজদণ্ড-ধারীকে মুছে ফেলব; ইক্রোণের বিপক্ষে আমার হাত বাড়িয়ে দেবো, আর ফিলিস্তিনীদের অবশিষ্টাংশও বিনষ্ট হবে; এই কথা সার্বভৌম মাবুদ বলেন।

9 মাবুদ এই কথা বলেন,টায়ারের তিনটা অধর্মের জন্য, এমন কি, চারটা অধর্মের জন্যআমি তার দণ্ড নিবারণ করবো না,কেননা তারা সমস্ত লোককে ইদোমের হাতে তুলে দিয়েছিল,ভ্রাতৃ-নিয়ম স্মরণ করলো না।

10 অতএব আমি টায়ারের প্রাচীরে আগুন নিক্ষেপ করবো,তা তার অট্টালিকাগুলো গ্রাস করবে।