4 মাবুদ এই কথা বলেন,এহুদার তিনটা অধর্মের কারণে,এমন কি, চারটা অধর্মের জন্যআমি তার দণ্ড নিবারণ করবো না;কেননা তারা মাবুদের শরীয়ত অগ্রাহ্য করেছে,তাঁর বিধিগুলো পালন করে নি,কিন্তু তাদের পূর্বপুরুষেরা যে মিথ্যা বস্তুর অনুগামী হয়েছিল,তা দ্বারা নিজেরাও বিভ্রান্ত হয়েছে।