6 তখন মাবুদ আল্লাহ্ একটি এরণ্ড গাছ নিরূপণ করলেন; আর সেই গাছটি বাড়িয়ে ইউনুসের উপরে আনলেন, যেন তাঁর মাথার উপরে ছায়া হয়, যেন তাঁর কষ্ট থেকে তাঁকে উদ্ধার করা হয়। আর ইউনুস সেই এরণ্ড গাছটির জন্য বড় খুশি হলেন।
সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইউনুস 4
প্রেক্ষাপটে ইউনুস 4:6 দেখুন