ইষ্টের 6:3-9 BACIB

3 বাদশাহ্‌ বললেন, এর জন্য মর্দখয়ের কি সম্মান ও পদ বৃদ্ধি করা হয়েছে? বাদশাহ্‌র পরিচর্যাকারী ভৃত্যেরা বললো, তার পক্ষে কিছুই করা হয় নি।

4 পরে বাদশাহ্‌ বললেন, প্রাঙ্গণে কে আছে? তখন হামন তার প্রস্তুত ফাঁসিকাষ্ঠে মর্দখয়কে ফাঁসি দেবার জন্য বাদশাহ্‌র কাছে নিবেদন করতে রাজপ্রাসাদের বাইরের প্রাঙ্গণে এসেছিল।

5 বাদশাহ্‌র ভৃত্যরা বললো, দেখুন হামন প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন। বাদশাহ্‌ বললেন, সে ভিতরে আসুক।

6 তখন হামন ভিতরে আসলে বাদশাহ্‌ তাকে বললেন, বাদশাহ্‌ যার সম্মান করতে চান, তার প্রতি কি করা কর্তব্য? হামন মনে মনে ভাবল, বাদশাহ্‌ আমাকে ছাড়া আর কার সম্মান করতে চাইবেন?

7 অতএব হামন বাদশাহ্‌কে বললো, বাদশাহ্‌, যার সম্মান করতে চান,

8 তার জন্য বাদশাহ্‌র পরিধেয় রাজপোশাক, আর বাদশাহ্‌ যার উপরে আরোহণ করে থাকেন এবং যার মাথায় একটা রাজমুকুট স্থাপিত হয়ে থাকে, সেই ঘোড়া আনা হোক;

9 আর সেই রাজপোশাক ও ঘোড়া বাদশাহ্‌র এক জন সবচেয়ে প্রধান কর্মকর্তার হাতে দেওয়া হোক; এবং বাদশাহ্‌ যার সম্মান করতে চান, সে সেই রাজকীয় পোশাক পরানো হোক; পরে তাকে সেই ঘোড়ায় চড়িয়ে নগরের চকে নিয়ে যাওয়া হোক এবং তার আগে আগে এই কথা ঘোষণা করা হোক, বাদশাহ্‌ যাঁর সম্মান করতে চান, তাঁর প্রতি এরকম ব্যবহার করা যাবে।