মিকাহ্ 6:7-13 BACIB

7 হাজার হাজার মেষে ও অযুত অযুত নদী-ভরা তেলে কি মাবুদ খুশি হবেন? আমি আমার অধর্মের জন্য কি নিজের প্রথমজাত পুত্রকে দেব? আমার প্রাণের গুনাহের দরুন কি শরীরের ফল দান করবো?’

8 হে মানুষ, যা ভাল, তা তিনি তোমাকে জানিয়েছেন; বস্তুত ন্যায্য আচরণ, দয়ায় অনুরাগ ও নম্রভাবে তোমার আল্লাহ্‌র সঙ্গে চলাচল, এছাড়া মাবুদ তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন?

9 মাবুদের কণ্ঠস্বর নগরকে আহ্বান করছেন; তোমার নামকে ভয় করা প্রজ্ঞার বিষয়; হে বংশ সকল ও নগরের সমবেত লোকবৃন্দ শোন!

10 দুষ্টের বাড়িতে কি এখনও নাফরমানীর ভাণ্ডার ও ঘৃণিত হীন ঐফা আছে?

11 নাফরমানীর নিক্তিতে ও ছলনার বাট্‌খারায় আমি কি বিশুদ্ধ হব?

12 সেখানকার ধনবান লোকেরা জোর-জুলুমে পরিপূর্ণ ও সেই স্থানের অধিবাসীরা মিথ্যা কথা বলেছে, তাদের জিহ্বা প্রবঞ্চনার কথা বলে।

13 এজন্য আমিও সাংঘাতিকভাবে তোমাকে প্রহার করেছি, তোমার গুনাহের দরুন তোমাকে ধ্বংস করেছি।