যোয়েল 2:24-30 BACIB

24 এভাবে খামারগুলো শস্যে পরিপূর্ণ হবে, আঙ্গুর-রস ও তেলে কুণ্ডগুলো উথলে উঠবে।

25 আর পঙ্গপাল, পতঙ্গ, ঘুর্ঘুরিয়া ও শূককীট— আমি যে আমার মহাসৈন্য তোমাদের কাছে পাঠিয়েছি, তারা যেসব বছরের শস্যাদি খেয়েছে, আমি তা পরিশোধ করে তোমাদের দেব।

26 তোমরা প্রচুর খাদ্য ভোজন করে তৃপ্ত হবে; এবং তোমাদের আল্লাহ্‌ মাবুদের নামের প্রশংসা করবে, যিনি তোমাদের প্রতি আশ্চর্য ব্যবহার করেছেন; আর আমার লোকেরা কখনও লজ্জিত হবে না।

27 তাতে তোমরা জানবে, আমি ইসরাইলের মধ্যবর্তী এবং আমি তোমাদের আল্লাহ্‌ মাবুদ, অন্য কেউ নেই এবং আমার লোকেরা কখনও লজ্জিত হবে না।

28 আর তারপর এরকম ঘটবে,আমি সকল মানুষের উপরে আমার রূহ্‌ সেচন করবো,তাতে তোমাদের পুত্রকন্যাদের ভবিষ্যদ্বাণী বলবেতোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখবে,তোমাদের যুবকেরা দর্শন পাবে;

29 আর সেই সময়ে আমি গোলাম-বাঁদীদের উপরে,আমার রূহ্‌ সেচন করবো।

30 আর আমি আসমানে ও দুনিয়াতে অদ্ভুত লক্ষণ দেখাব;রক্ত, আগুন ও ধোঁয়ার স্তম্ভ দেখাব।