রূত 4:8-14 BACIB

8 অতএব সেই মুক্তিকর্তা জ্ঞাতি যখন বোয়সকে বললো, তুমি নিজে তা ক্রয় কর, তখন সে নিজের জুতা খুলে দিল।

9 পরে বোয়স প্রাচীন নেতৃ-বর্গদের ও সমস্ত লোককে বললেন, আজ আপনারা সাক্ষী হলেন, ইলীমেলকের যা যা ছিল এবং কিলিয়োন ও মহলোনের যা যা ছিল সেসব আমি নয়মীর হাত থেকে ক্রয় করলাম।

10 আর আপন ভাইদের মধ্যে ও নিজ বসতিস্থানের দ্বারে সেই মৃত ব্যক্তির নাম যেন মুছে না যায়, এজন্য সেই মৃত ব্যক্তির অধিকারে তার নাম উদ্ধার করার জন্য আমি আমার স্ত্রী হিসেবে মহলোনের স্ত্রী মোয়াবীয়া রূৎকেও ক্রয় করলাম; আজ আপনারা সাক্ষী হলেন।

11 তাতে নগর-দ্বারবর্তী সমস্ত লোক ও প্রাচীনবর্গরা বললেন, আমরা সাক্ষী হলাম। যে স্ত্রী তোমার কুলে প্রবেশ করলো, মাবুদ তাকে রাহেলা ও লেয়ার মত করুন, যে দু’জন ইসরাইলের কুল নির্মাণ করেছিলেন; আর ইফ্রাথায় তোমার ঐশ্বর্য ও বেথেলহেমে তোমার সুখ্যাতি হোক।

12 মাবুদ সেই যুবতীর গর্ভ থেকে যে সন্তান তোমাকে দেবেন, তা দ্বারা তামরের গর্ভজাত এহুদার পুত্র পেরসের কুলের মত তোমার কুল হোক।

13 পরে বোয়স রূৎকে বিয়ে করলে তিনি তাঁর স্ত্রী হলেন এবং বোয়স তাঁর কাছে গমন করলে তিনি মাবুদের কাছ থেকে গর্ভধারণের শক্তি পেয়ে পুত্র প্রসব করলেন।

14 পরে স্ত্রীলোকেরা নয়মীকে বললো, মাবুদ ধন্য হোন, তিনি আজ তোমাকে মুক্তিকর্তা জ্ঞাতি থেকে বঞ্চিত করেন নি; তাঁর নাম ইসরাইলের মধ্যে বিখ্যাত হোক।