হাবাক্কুক 3:4-10 BACIB

4 তাঁর তেজ আলোর মত,তাঁর হাত থেকে কিরণ বের হয়;ঐ স্থান তাঁর পরাক্রমের অন্তরাল।

5 তাঁর আগে আগে মহামারী চলে,তাঁর পদচিহ্ন দিয়ে জ্বলন্ত অঙ্গার গমন করে।

6 তিনি থামলেন এবং দুনিয়াকে নাড়ালেন,তিনি দৃষ্টিপাত করলেন এবং জাতিদেরকে কাঁপিয়ে তুললেন;সনাতন পর্বতগুলো খণ্ড-বিখণ্ড হল,চিরন্তন পাহাড়গুলো নত হল;অনাদিকাল থেকে তাঁর গতি।

7 আমি দেখলাম, কুশনের তাঁবুগুলো ক্লিষ্ট,মাদিয়ান দেশীয় পর্দাগুলো কেঁপে উঠলো।

8 মাবুদ কি নদ-নদীর প্রতি বিরক্ত হলেন,তোমার গজব কি নদ-নদীর উপরে বর্তিল,সমুদ্রের প্রতি কি তোমার কোপ হল যে,তুমি তোমার ঘোড়াগুলোতে আরোহণ করলে?তোমার বিজয়ী রথগুলোতে আরোহণ করলে?

9 তুমি তোমার ধনুক একেবারে অনাবৃত করেছ,তোমার কালাম অনুসারে শাস্তি দেবার জন্য দণ্ডগুলো শপথ করেছে।[সেলা]তুমি ভূতলকে বিদীর্ণ করে নদ-নদীময় করলে।

10 পর্বতমালা তোমাকে দেখে কেঁপে উঠলো,প্রচণ্ড জলরাশি বয়ে গেল,গহ্বর তার আওয়াজ উঁচুতে তুললো,তার ঢেউগুলো উপরে তুলল।