হাবাক্কুক 3:8-14 BACIB

8 মাবুদ কি নদ-নদীর প্রতি বিরক্ত হলেন,তোমার গজব কি নদ-নদীর উপরে বর্তিল,সমুদ্রের প্রতি কি তোমার কোপ হল যে,তুমি তোমার ঘোড়াগুলোতে আরোহণ করলে?তোমার বিজয়ী রথগুলোতে আরোহণ করলে?

9 তুমি তোমার ধনুক একেবারে অনাবৃত করেছ,তোমার কালাম অনুসারে শাস্তি দেবার জন্য দণ্ডগুলো শপথ করেছে।[সেলা]তুমি ভূতলকে বিদীর্ণ করে নদ-নদীময় করলে।

10 পর্বতমালা তোমাকে দেখে কেঁপে উঠলো,প্রচণ্ড জলরাশি বয়ে গেল,গহ্বর তার আওয়াজ উঁচুতে তুললো,তার ঢেউগুলো উপরে তুলল।

11 সূর্য ও চন্দ্র স্ব স্ব বাসস্থানে দাঁড়িয়ে থাকলো,তোমার দ্রুতগামী বাণগুলোর আলোতে,তোমার বজ্ররূপ বর্শার তেজে।

12 তুমি ক্রোধে ভূতল দিয়ে গমন করলে,কোপে জাতিদেরকে শস্যের মত মাড়াই করলে।

13 তুমি যাত্রা করলে, তোমার লোকদের উদ্ধার করার জন্য,তোমার অভিষিক্ত লোকের উদ্ধারের জন্য;তুমি দুষ্টের বাড়ির মাথা চূর্ণ করলে,গলা পর্যন্ত তার মূল অনাবৃত করলে।

14 তুমি তার যোদ্ধাদের মাথা তারই দণ্ড দ্বারা বিদ্ধ করলে;তারা ঘূর্ণিবাতাসের মত আমাকে ছিন্নভিন্ন করতে এসেছিল;তারা দুঃখীকে গোপনে গ্রাস করতে আনন্দ করতো।