13 তার কথার শুরুতে থাকে নির্বুদ্ধিতা,শেষে থাকে পুরোপুরি বিচারবুদ্ধিহীনতা।
14 বুদ্ধিহীনেরা অনেক কথা বলে,কিন্তু কি হবে তা কেউ জানে না,আর ভবিষ্যতে কি ঘটবে তা মানুষকে কে বলে দিতে পারে?
15 বোকার পরিশ্রম তাকে ক্লান্ত করে;সে এত বোকা যে, শহরে যাবার রাস্তাও সে জানে না।
16 ধিক্ সেই দেশ, যেখানে বালক রাজপদ পায়আর সেখানকার মন্ত্রীরা সকাল বেলাতেই ভোজ খায়।
17 ধন্য সেই দেশ, যার রাজা উঁচু বংশের লোক,আর সেখানকার মন্ত্রীরা মাত্লামির জন্য নয়কিন্তু শক্তির জন্য উপযুক্ত সময়ে খাওয়া-দাওয়া করে।
18 অলস লোকের ঘরের ছাদ ধ্বসে যায়;অলসতার জন্য ঘরে জল পড়ে।
19 হাসিখুশীর জন্যই ভোজের ব্যবস্থা করা হয়;আংগুর-রস জীবনে আনন্দ আনে;টাকা-পয়সা সব কিছু যোগায়।