উপদেশক 10:6-12 SBCL

6 বুদ্ধিহীনেরা নিযুক্ত হয় বড় বড় পদে,আর ধনীরা নিযুক্ত হয় নীচু পদে।

7 আমি দাসদের ঘোড়ার পিঠে আর উঁচু পদের কর্মচারীদেরদাসের মত পায়ে হেঁটে চলতে দেখেছি।

8 যে গর্ত খোঁড়ে সে তার মধ্যে পড়তে পারে;যে দেয়াল ভাংগে তাকে সাপে কামড়াতে পারে।

9 যে পাথর কাটে সে তার দ্বারাই আঘাত পেতে পারে;যে কাঠ কাটে সে তার দ্বারাই বিপদে পড়তে পারে।

10 কুড়াল যদি ভোঁতা হয় আর তাতে ধার দেওয়া না হয়,তবে তা ব্যবহার করতে বেশী শক্তি লাগে,কিন্তু জ্ঞান ব্যবহার করে মানুষ সফল হয়।

11 সাপকে মুগ্ধ করার আগেই যদি সে কামড় দেয়তবে সাপুড়ের কোন লাভ হয় না।

12 জ্ঞানী লোকের মুখের কথায় থাকে দয়া,কিন্তু বোকা তার মুখের কথা দিয়ে নিজেকে ধ্বংস করে।