3 আনন্দ করার চেয়ে কষ্ট ভোগ করা ভাল,কারণ মুখে দুঃখের ভাব থাকলেও অন্তরে সুখ থাকতে পারে।
4 জ্ঞানীর অন্তর শোকের ঘরে থাকে,কিন্তু বোকা লোকদের অন্তর থাকে আমোদের ঘরে।
5 বোকাদের গান শোনার চেয়েজ্ঞানী লোকের বকুনি শোনা ভাল।
6 পাত্রের তলায় আগুনে কাঁটা পোড়ালে কেবল শব্দই হয়;বোকাদের হাসিও ঠিক তেমনি।এও অসার।
7 জ্ঞানী লোক যদি জুলুম করে তবে সে বোকা হয়ে যায়,আর ঘুষ অন্তর নষ্ট করে।
8 কোন কাজের শুরুর চেয়ে শেষ ভাল,আর অহংকারের চেয়ে ধৈর্য ভাল।
9 তোমার অন্তরকে তাড়াতাড়ি রেগে উঠতে দিয়ো না,কারণ রাগ বোকাদেরই অন্তরে বাস করে।