বিলাপ 1:17-22 SBCL

17 সিয়োন তার হাত বাড়িয়ে দিয়েছে,কিন্তু তাকে সান্ত্বনা দেবার কেউ নেই।সদাপ্রভু যাকোবের জন্য এই আদেশ দিয়েছেন যে,তার প্রতিবেশীরা তার শত্রু হবে।তাদের মধ্যে যিরূশালেম হয়েছে একটা অশুচি জিনিস।

18 সে বলছে, “সদাপ্রভু ন্যায়বান,আমি তো তার আদেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছি।সমস্ত জাতিরা শোন, আমার কষ্ট দেখ;আমার যুবক-যুবতীরা বন্দী হয়ে দূরে চলে গেছে।

19 আমার প্রেমিকদের আমি ডাকলামকিন্তু তারা আমার প্রতি বিশ্বাসঘাতকতা করল।আমার পুরোহিতেরা ও বৃদ্ধ নেতারা নিজেদের বাঁচিয়ে রাখবার জন্যখাবার খুঁজতে খুঁজতে শহরের মধ্যেই শেষ হয়ে গেল।

20 হে সদাপ্রভু, দেখ, আমি কেমন কষ্ট পাচ্ছি!আমার ভিতরেও যন্ত্রণা হচ্ছে।আমার অন্তর ব্যাকুল হয়েছে,কারণ আমি ভীষণ বিদ্রোহী হয়েছি।শহরের বাইরে তলোয়ার নিচ্ছে প্রাণ,আর ভিতরে আছে কেবল মৃত্যু।

21 লোকে আমার দীর্ঘনিঃশ্বাস শুনেছে,কিন্তু আমাকে সান্ত্বনা দেবার কেউ নেই।আমার সব শত্রুরা আমার কষ্টের কথা শুনেছে;তুমি যা করেছ তা দেখে তারা আনন্দ করছে।যে দিনের কথা তুমি ঘোষণা করেছসেই দিন তুমি আন যাতে তারা আমার মত হতে পারে।

22 তাদের সব দুষ্টতা তোমার চোখে পড়ুক।আমার সব পাপের জন্য তুমি আমার প্রতি যেমন করেছতাদের প্রতিও তা-ই কর।আমার দীর্ঘনিঃশ্বাস বেশী,আমি মন-মরা হয়ে পড়েছি।”