বিলাপ 1:7-13 SBCL

7 যিরূশালেম তার কষ্টের আর ঘুরে বেড়াবার দিনগুলোতেতার পুরানো দিনের ধন-সম্পদের কথা মনে করছে।তার লোকেরা যখন শত্রুর হাতে পড়েছিলতখন তাকে সাহায্য করার কেউ ছিল না।তার শত্রুরা তার দিকে তাকিয়েতার ধ্বংসের জন্য ঠাট্টা-বিদ্রূপ করেছিল।

8 যিরূশালেম খুব পাপ করেছে,তাই সে অশুচি হয়ে গেছে।যারা তাকে সম্মান করততারা সবাই তাকে তুচ্ছ করছে,কারণ তারা তার উলংগ অবস্থা দেখেছে;সে দীর্ঘনিঃশ্বাস ফেলছে ও মুখ লুকাচ্ছে।

9 তার নোংরামি তার কাপড়ে লেগে আছে;তার ভবিষ্যতের কথা সে চিন্তা করে নি।সে ভীষণভাবে পড়ে গেছে;তাকে সান্ত্বনা দেবার কেউ নেই।সে বলছে, “হে সদাপ্রভু, আমার কষ্ট দেখ,কারণ শত্রু জয়লাভ করেছে।”

10 শত্রু তার সব মূল্যবান জিনিসের উপর হাত দিয়েছে;দেবতা-পূজাকারী জাতিদের সে তার পবিত্র জায়গায় ঢুকতে দেখেছে।এরা সেই লোক যাদের তুমি তোমার সমাজে ঢুকতে নিষেধ করেছিলে।

11 তার সব লোকেরা কাত্‌রাতে কাত্‌রাতে খাবারের খোঁজ করছে;নিজেদের বাঁচিয়ে রাখবার জন্যতারা খাবারের বদলে তাদের মূল্যবান জিনিস দিয়ে দিয়েছে।যিরূশালেম বলছে, “হে সদাপ্রভু, তাকাও, ভেবে দেখ,আমাকে তুচ্ছ করা হয়েছে।

12 তোমরা যারা আমার পাশ দিয়ে যাওতোমাদের কি কিছুই যায়-আসে না?একটু ঘুরে তাকিয়ে দেখ।আমাকে যে যন্ত্রণা দেওয়া হয়েছেসেই রকম যন্ত্রণা কি আর কাউকে দেওয়া হয়েছে,যা সদাপ্রভু তাঁর জ্বলন্ত ক্রোধের দিনে আমাকে দিয়েছেন?

13 তিনি উপর থেকে আমার হাড়গোড়ের মধ্যে আগুন পাঠিয়েছেন।আমার পায়ের জন্য তিনি জাল বিছিয়েছেনএবং আমাকে পিছন ফিরতে বাধ্য করেছেন।তিনি আমাকে জনশূন্য করে দিয়েছেন,সারাদিন দুর্বল করে রেখেছেন।