বিলাপ 2:1-5 SBCL

1 হায়, সদাপ্রভু কিভাবে তাঁর ক্রোধেসিয়োন-কন্যাকে অন্ধকারে ঢেকে ফেলেছেন!ইস্রায়েলের জাঁকজমক তিনি আকাশ থেকে পৃথিবীতে ফেলে দিয়েছেন।তাঁর ক্রোধের দিনে তাঁর পা রাখবার জায়গাকেতিনি মনে রাখেন নি।

2 যাকোবের সব বাসস্থান সদাপ্রভু গ্রাস করেছেন,কোন মমতা করেন নি।যিহূদা-কন্যার দুর্গগুলো তাঁর উপ্‌চে পড়া ক্রোধে তিনি ভেংগে ফেলেছেন,সেগুলো তিনি মাটিতে ফেলে ধ্বংস করেছেন।তাঁর রাজ্য ও নেতাদেরতিনি অসম্মানের মধ্যে ফেলে দিয়েছেন।

3 জ্বলন্ত ক্রোধে তিনি ইস্রায়েলের সমস্ত শক্তিনষ্ট করে দিয়েছেন।শত্রু এগিয়ে আসতে থাকলেতাঁর শক্তিশালী হাত তিনি গুটিয়ে নিয়েছেন।চারপাশের সব কিছু পুড়িয়ে ফেলা আগুনের শিখার মততিনি যাকোবের মধ্যে জ্বলে উঠেছেন।

4 শত্রুর মত করে তিনি তাঁর ধনুকে টান দিয়েছেন,তাঁর শক্তিশালী হাত ঠিক করেছেন।যাদের দেখে তারা আনন্দ পেততাদের তিনি মেরে ফেলেছেন।সিয়োন-কন্যার তাম্বুর মধ্যেতিনি আগুনের মত করে তাঁর ক্রোধ ঢেলে দিয়েছেন।

5 সদাপ্রভু শত্রুর মত হয়েছেন;তিনি ইস্রায়েলকে গ্রাস করেছেন।তিনি গ্রাস করেছেন তার সব বড় বড় বাড়ীগুলোআর ধ্বংস করে দিয়েছেন তার সব দুর্গ।তিনি যিহূদা-কন্যার শোক ও বিলাপ বাড়িয়ে দিয়েছেন।