বিলাপ 2:15-21 SBCL

15 যারা তোমার পাশ দিয়ে যায়তারা তোমাকে দেখে হাততালি দেয়;তারা যিরূশালেম-কন্যাকে দেখে ঠাট্টা-বিদ্রূপ করেআর মাথা নেড়ে বলে,“এ কি সেই শহর যাকে বলা হত সেরা সুন্দরী,যাকে নিয়ে সারা পৃথিবী আনন্দ করত?”

16 তোমার সব শত্রুরা তোমার বিরুদ্ধে মুখ বড় করে হা করেছে;তারা ঠাট্টা-বিদ্রূপ করে দাঁতে দাঁত ঘষে বলে,“ওকে আমরা গিলে ফেলেছি।এই দিনের জন্যই আমরা অপেক্ষা করে ছিলামআর তা দেখতে পেলাম।”

17 সদাপ্রভু তাঁর পরিকল্পনামতই কাজ করেছেন;যে কথা তিনি অনেক আগেই বলেছিলেনসেই কথা পূর্ণ করেছেন।তিনি মমতা না করেই তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন;শত্রুকে তোমার বিরুদ্ধে তিনি আনন্দ করতে দিয়েছেন,তোমার বিপক্ষদের শক্তি বাড়িয়ে দিয়েছেন।

18 তোমার লোকদের অন্তর সদাপ্রভুর কাছে কেঁদে কেঁদে বলেছে,“হে সিয়োন-কন্যার দেয়াল,তোমার চোখের জল দিনরাত নদীর মত বয়ে যাক;তোমার নিজেকে শান্তি পেতে দিয়ো না,চোখকেও বিশ্রাম দিয়ো না।

19 ওঠো, রাতের প্রত্যেক প্রহরের শুরুতে কেঁদে ওঠো;সদাপ্রভুর সামনে জলের মত ঢেলে দাও তোমার অন্তর।তোমার ছেলেমেয়েরা যারা খিদের জ্বালায়রাস্তার মোড়ে মোড়ে অজ্ঞান হয়ে পড়ছে,তাদের জীবন বাঁচাবার জন্য তাঁর উদ্দেশে তোমার হাত তোল।”

20 হে সদাপ্রভু, তাকাও, ভেবে দেখ,তুমি তো আর কারও প্রতি এই রকম ব্যবহার কর নি?স্ত্রীলোকেরা কি তাদের নিজেদের সন্তানদের খাবেযাদের তারা লালন-পালন করেছে?প্রভুর পবিত্র জায়গায় কিপুরোহিত ও নবীদের মেরে ফেলা হবে?

21 ছেলে ও বুড়োরা ধুলার মধ্যে রাস্তায় রাস্তায় পড়ে আছে;আমার যুবক ও যুবতীরা তলোয়ারের ঘায়ে পড়ে গেছে।তোমার ক্রোধের দিনে তুমি তাদের মেরে ফেলেছ;তুমি তাদের কেটে ফেলেছ, মমতা কর নি।