বিলাপ 4:4-10 SBCL

4 পিপাসায় শিশুদের জিভ্‌ তালুতে লেগে যাচ্ছে;ছেলেমেয়েরা রুটি চাইছে, কিন্তু কেউ তা দিচ্ছে না।

5 যারা একদিন ভাল ভাল খাবার খেততারা এখন অভাবের মধ্যে পথে পথে রয়েছে।যারা দামী বেগুনে কাপড় পরে মানুষ হয়েছেতারা এখন ছাইয়ের গাদায় শুয়ে আছে।

6 যে সদোমকে মুহূর্তের মধ্যে উল্টে ফেলা হয়েছিল,যার বিরুদ্ধে কোন মানুষের হাত ওঠে নি,সেই সদোমের পাপের চেয়েও আমার লোকদের অন্যায় বেশী।

7 তাদের বাছাই করা নেতারা ছিল তুষারের চেয়েও উজ্জ্বল,ছিল দুধের চেয়েও সাদা;তাদের দেহ প্রবাল পাথরের চেয়ে লাল ছিলআর চেহারা ছিল নীলকান্তমণির মত।

8 কিন্তু তারা এখন কালির চেয়েও কালো হয়েছে;রাস্তায় তাদের চেনা যায় না।তাদের চামড়া হাড়ের উপর কুঁচকে গেছে;তা কাঠের মত শুকিয়ে গেছে।

9 দুর্ভিক্ষে মরার চেয়ে বরং যুদ্ধে মরা ভাল;আমার লোকেরা ক্ষেতের শস্যের অভাবেখিদের যন্ত্রণায় ক্ষয় হয়ে যাচ্ছে।

10 স্নেহময়ী স্ত্রীলোকেরা নিজের হাতে তাদের সন্তানদের রান্না করেছে।আমার লোকদের ধ্বংসের সময়তাদের সন্তানেরাই তাদের খাবার হয়েছিল।