28 তখন বখতে-নাসার এই কথা বললেন, শদ্রকের, মৈশকের ও অবেদ্-নগোর আল্লাহ্ ধন্য, তিনি তাঁর ফেরেশতা প্রেরণ করে, তাঁর সেই গোলামদের উদ্ধার করলেন, যারা তাঁকে বিশ্বাস করেছে, বাদশাহ্র হুকুম লঙ্ঘন করেছে এবং নিজেদের আল্লাহ্ ছাড়া যেন অন্য কোন দেবতার সেবা ও পূজা করতে না হয়, সেই জন্য নিজ নিজ প্রাণ দিয়াছে।