1 এহুদার বাদশাহ্ যিহোয়াকীমের রাজত্বের তৃতীয় বছরে ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসার জেরুশালেমে এসে নগর অবরোধ করলেন।
2 আর প্রভু তাঁর হাতে এহুদার বাদশাহ্ যিহোয়াকীমকে এবং আল্লাহ্র গৃহের কতকগুলো পাত্র তুলে দিলেন; আর তিনি সেগুলো শিনিয়র দেশে তাঁর দেবালয়ে নিয়ে গেলেন; এবং পাত্রগুলো তাঁর দেবতার ভাণ্ডার-গৃহে রাখলেন।
3 পরে বাদশাহ্ রাজপ্রাসাদের প্রধান কর্মচারী অস্পনসকে বলে দিলেন, যেন তিনি বনি-ইসরাইলদের মধ্যে,
4 বিশেষত রাজবংশ ও প্রধানবর্গের মধ্যে কয়েক জন যুবককে আনয়ন করেন, যারা নিষ্কলঙ্ক, সুন্দর ও সমস্ত বিদ্যায় তৎপর, বুদ্ধিতে বিচক্ষণ, জ্ঞানে বিজ্ঞ ও রাজপ্রাসাদে দাঁড়াবার যোগ্য; আর যেন তিনি তাদেরকে কল্দীয়দের গ্রন্থ ও ভাষা শিক্ষা দেন।
5 পরে বাদশাহ্ এও স্থির করলেন যে, তাদের যেন বাদশাহ্র খাবার ও তাঁর পানীয় আঙ্গুর-রস থেকে প্রতিদিনের অংশ দেওয়া হয়; এবং তাদেরকে এভাবে তিন বছর পরিপোষণ করতে হবে যেন সেই সময়ের শেষে তারা বাদশাহ্র কাছে দাঁড়াতে পারে।
6 তাদের মধ্যে এহুদা-বংশীয় দানিয়াল, হনানিয়, মীশায়েল ও অসরিয় ছিলেন।
7 আর রাজপ্রাসাদের প্রধান কর্মচারী তাঁদের নাম রাখলেন; তিনি দানিয়ালকে বেল্টশৎসর, হনানিয়কে শদ্রক, মীশায়েলকে মৈশক ও অসরিয়কে অবেদ্নগো নাম দিলেন।
8 কিন্তু দানিয়াল মনে স্থির করলেন যে, তিনি বাদশাহ্র খাবার ও তাঁর পানীয় আঙ্গুর-রস দ্বারা নিজেকে নাপাক করবেন না। এজন্য নিজেকে যেন নাপাক করতে না হয়, এই অনুমতি রাজপ্রাসাদের প্রধান কর্মচারীর কাছে অনুমতি চাইলেন।
9 তখন আল্লাহ্ সেই রাজপ্রাসাদের প্রধান কর্মচারীর কাছে দানিয়ালকে দয়া ও করুণার পাত্র করলেন।
10 তাতে রাজপ্রাসাদের প্রধান কর্মচারী জবাবে দানিয়ালকে বললেন, আমি আমার মালিক বাদশাহ্কে ভয় করি, তিনিই তোমাদের খাবার ও পানীয়-দ্রব্য নির্ধারণ করেছেন; তিনি তোমাদের সমবয়স্ক যুবকদের মুখের চেয়ে তোমাদের মুখ কেন শুকনো দেখবেন? এতে বাদশাহ্ আমার মাথা কেটে ফেলতে পারেন।
11 পরে রাজপ্রাসাদের প্রধান কর্মচারী দানিয়াল, হনানিয়, মীশায়েল ও অসরিয়ের উপরে যে প্রধান প্রহরীকে নিযুক্ত করেছিলেন, তাঁকে দানিয়াল বললেন,
12 আপনি মেহেরবানী করে দশ দিন আপনার গোলামদের পরীক্ষা করুন; ভোজন পান করার জন্য আমাদেরকে সব্জি ও পানি দিতে হুকুম দিন;
13 পরে নিজের সম্মুখে আমাদের চেহারা এবং রাজকীয় ভক্ষ্যভোগী যুবকদের চেহারার পরীক্ষা হোক; পরে আপনি যেমন দেখবেন, সেই অনুসারে আপনার এই গোলামদের সঙ্গে ব্যবহার করবেন।
14 তখন তিনি তাঁদের এই কথায় কান দিয়ে দশ দিন পর্যন্ত তাঁদের পরীক্ষা করলেন।
15 দশ দিন পরে দেখা গেল, রাজকীয় ভক্ষ্যভোগী সকল যুবকের চেয়ে এঁরা সুরূপ ও স্বাস্থ্যবান।
16 এজন্য প্রধান প্রহরী তাঁদের ঐ খাবার ও পানীয় আঙ্গুর-রস বাদ দিয়ে তাঁদেরকে শুধু শাক-সব্জি দিতে থাকলেন।
17 আর আল্লাহ্ সেই চার জন যুবককে সমস্ত গ্রন্থে ও বিদ্যায় জ্ঞান ও পারদর্শিতা দিলেন; আর সমস্ত দর্শন ও স্বপ্নকথায় দানিয়াল বুদ্ধিমান হলেন।
18 পরে বাদশাহ্ যে সময়ের শেষে সকলকে আনবার কথা বলে দিয়েছিলেন, সেই সময় উত্তীর্ণ হলে রাজপ্রাসাদের প্রধান কর্মচারী তাঁদেরকে বখতে-নাসারের সম্মুখে উপস্থিত করলেন।
19 তখন বাদশাহ্ তাঁদের সঙ্গে আলাপ করলেন; আর তাদের মধ্যে দানিয়াল, হনানিয়, মীশায়েল ও অসরিয়, এই কয়েকজনের সমকক্ষ কাউকেও দেখতে পাওয়া গেল না; এজন্য তাঁরা বাদশাহ্র সম্মুখে দণ্ডায়মান হলেন।
20 আর জ্ঞান ও বুদ্ধি-সংক্রান্ত যে কোন কথা বাদশাহ্ তাঁদের জিজ্ঞাসা করলেন, সেই বিষয়ে তাঁর সমগ্র রাজ্যের সমস্ত জাদুকর ও গণক থেকে তাঁদেরকে দশগুণ বেশি বিজ্ঞ দেখতে পেলেন।
21 দানিয়াল বাদশাহ্ কাইরাসের প্রথম বছর পর্যন্ত কাজে বহাল থাকলেন।