7 হে যিরূশালেমের মেয়েরা,আমি কৃষ্ণসার ও মাঠের হরিণীদের নামে অনুরোধ করে বলছি,তোমরা ভালবাসাকে জাগায়ো না বা উত্তেজিত কোরো নাযতক্ষণ না তার উপযুক্ত সময় হয়।
8 ঐ শোন, আমার প্রিয়ের শব্দ,ঐ দেখ, তিনি আসছেন;তিনি পাহাড়-পর্বতের উপর দিয়েলাফিয়ে লাফিয়ে আসছেন।
9 আমার প্রিয় যেন কৃষ্ণসার কিম্বা হরিণের বাচ্চা।ঐ দেখ, তিনি আমাদের দেয়ালের পিছনে দাঁড়িয়ে আছেন,তিনি জানলা দিয়ে তাকিয়ে দেখছেন,জাফরির মধ্য দিয়ে উঁকি মারছেন।
10 আমার প্রিয় আমাকে বললেন,“প্রিয়া আমার, ওঠো;সুন্দরী আমার, আমার সংগে এস।
11 দেখ, শীতকাল চলে গেছে;বর্ষা শেষ হয়েছে, চলেও গেছে।
12 মাঠে মাঠে ফুল ফুটেছে,এসেছে গানের মৌসুম;আমাদের দেশে ঘুঘুর ডাক শোনা যাচ্ছে।
13 ডুমুর গাছে ফল ধরতে শুরু হয়েছে;আংগুর লতায় ফুল ধরে সুগন্ধ ছড়াচ্ছে।প্রিয়া আমার, ওঠো, এস;সুন্দরী আমার, এস আমার সংগে।”