পরমগীত 5 SBCL

1 প্রিয়া আমার, কনে আমার,আমি আমারই বাগানে এসেছি;আমার গন্ধরস ও সুগন্ধি মশলা আমি জোগাড় করেছি।আমার মৌচাক ও মধু আমি খেয়েছি,খেয়েছি আংগুর-রস ও দুধ।ভোগ কর, হে বন্ধুরা, ভোগ কর,ভালবাসা পরিপূর্ণভাবে ভোগ কর।

2 আমি ঘুমিয়ে ছিলাম, কিন্তু আমার অন্তর জেগে ছিল।ঐ শোন, আমার প্রিয় দরজায় ঘা দিয়ে বলছেন,“কনে আমার, প্রিয়া আমার,আমার ঘুঘু, আমার নিখুঁত সেই জন,আমাকে দরজা খুলে দাও।শিশিরে আমার মাথা ভিজে গেছে,রাতের কুয়াশায় ভিজেছে আমার চুল।”

3 আমি মনে মনে বললাম, “আমার পোশাক আমি খুলে ফেলেছি,কেমন করে আবার তা পরব?আমি আমার পা ধুয়েছি,কেমন করে তা আবার নোংরা করব?”

4 দরজার ফুটো দিয়ে আমার প্রিয় তাঁর হাত ঢুকালেন,আমার মন তাঁর জন্য ব্যাকুল হল।

5 আমার প্রিয়কে দরজা খুলে দেওয়ার জন্য আমি উঠলাম,আমার হাত গন্ধরসে ভেজা ছিল,আমার আংগুল থেকে গন্ধরসের স্রোতেদরজার হাতল ভিজে গেল।

6 আমার প্রিয়ের জন্য আমি দরজা খুললাম,কিন্তু আমার প্রিয় ছিলেন না, চলে গিয়েছিলেন।তিনি যখন কথা বলেছিলেনতখন দুঃখে আমার মন গলে গিয়েছিল।আমি তাঁর খোঁজ করলাম, কিন্তু পেলাম না;আমি তাঁকে ডাকলাম, কিন্তু তিনি সাড়া দিলেন না।

7 পাহারাদারেরা শহরে ঘুরে ঘুরে পাহারা দেবার সময়আমাকে দেখতে পেল;তারা আমাকে মারল, তাতে কালশিরা পড়ে গেল;শহর-দেয়ালের পাহারাদারেরা আমার গায়ের চাদর কেড়ে নিল।

8 হে যিরূশালেমের মেয়েরা, আমি তোমাদের অনুরোধ করছি,যদি তোমরা আমার প্রিয়ের দেখা পাওতবে তাঁকে বোলো যে, আমি ভালবাসায় দুর্বল হয়েছি।

9 ওহে সেরা সুন্দরী,অন্যদের চেয়ে তোমার প্রিয় কিসে ভাল?তোমার প্রিয় অন্যদের চেয়ে কিসে ভাল যে,তুমি এইভাবে আমাদের অনুরোধ করছ?

10 আমার প্রিয়ের চেহারা উজ্জ্বল,লাল্‌চে তাঁর গায়ের রং;দশ হাজার জনের মধ্যে তিনি বিশেষ একজন।

11 তাঁর মাথা খাঁটি সোনার মত,তাঁর চুল ঢেউ খেলানো আর দাঁড়কাকের মত কালো;

12 তাঁর চোখ স্রোতের ধারে থাকা এক জোড়া ঘুঘুর মত,যা দুধে ধোওয়া, রত্নের মত বসানো।

13 তাঁর গাল দু’টা যেন সুগন্ধি মশলার বীজতলা,যেখান থেকে সুগন্ধ বের হচ্ছে।তাঁর ঠোঁট দু’টা যেন গন্ধরস ঝরা লিলি ফুল।

14 তাঁর হাত দু’টা যেন বৈদূর্যমণি বসানো সোনার লাঠি,আর দেহখানা নীলকান্তমণিতে সাজানো,পালিশ করা হাতির দাঁতের মত।

15 তাঁর ঊরু দু’টা যেন খাঁটি সোনার ভিত্তির উপর বসানোমার্বেল পাথরের থাম।তাঁর ধরন লেবাননের উঁচু পাহাড়ের মত,লেবাননের বাছাই করা এরস গাছের মত জাঁকালো।

অধ্যায়

1 2 3 4 5 6 7 8