1 প্রিয়া আমার, কি সুন্দরী তুমি!হ্যাঁ, তুমি সুন্দরী।ঘোমটার মধ্যে তোমার চোখ দু’টা ঘুঘুর মত।তোমার চুল যেন গিলিয়দ পাহাড় থেকেনেমে আসা ছাগলের পাল।
2 তোমার দাঁতগুলো এমন ভেড়ীর পালের মতযারা এইমাত্র লোম ছাটাই হয়ে স্নান করে এসেছে।তাদের প্রত্যেকটারই জোড়া আছে,কোনটাই হারিয়ে যায় নি!
3 তোমার ঠোঁট দু’টা লাল রংয়ের সুতার মত লাল;কি সুন্দর তোমার মুখ!ঘোমটার মধ্যে তোমার কপালের দু’পাশ যেন আধখানা করা ডালিম।
4 তোমার গলা যেন দায়ূদের উঁচু পাহারা-ঘরের মত লম্বা;তাতে ঝুলানো রয়েছে এক হাজার ঢাল,তার সবগুলোই যোদ্ধাদের।
5 তোমার বুক দু’টা যেন লিলি ফুলের বনে চরে বেড়ানোকৃষ্ণসারের যমজ বাচ্চা।
6 যতক্ষণ না ভোর হয় আর অন্ধকার চলে যায়ততক্ষণ আমি গন্ধরসের পাহাড়ে, হ্যাঁ, ধূপের পাহাড়ে থাকব।
7 প্রিয়া আমার, তোমার দেহের সব কিছুই সুন্দর,তোমার মধ্যে কোন খুঁত নেই।