হগয় 2:11-17 SBCL

11 “আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছি, আইন-কানুন সম্বন্ধে তুমি পুরোহিতদের এই কথা জিজ্ঞাসা কর,

12 ‘কোন লোক যদি তার পোশাকের ভাঁজে পবিত্র মাংস বহন করে আর সেই কাপড়ের ছোঁয়া কোন রুটি, সিদ্ধ করা খাবার, আংগুর-রস, তেল কিম্বা অন্য কোন খাবারে লাগে তবে তা কি পবিত্র হয়ে যায়?’ ”হগয়ের প্রশ্নের উত্তরে পুরোহিতেরা বললেন, “না, হয় না।”

13 তখন হগয় বললেন, “মৃতদেহের ছোঁয়া লেগে অশুচি হয়েছে এমন কোন লোক যদি এর কোন একটা ছোঁয়, তবে সেই জিনিস কি অশুচি হয়ে যাবে?”পুরোহিতেরা উত্তর দিলেন, “হ্যাঁ, সেটা অশুচি হয়ে যাবে।”

14 তখন হগয় বললেন, “সদাপ্রভু বলছেন, ‘ঠিক সেইভাবে আমার চোখে এই লোকেরা ও এই জাতি অশুচি। সেইজন্য তারা যা কিছু করে এবং যা কিছু উৎসর্গ করে তা-ও অশুচি।

15 এখন থেকে তোমরা এই বিষয় নিয়ে ভাল করে চিন্তা কর যে, আমার ঘরে যখন একটা পাথরের উপরে আর একটা পাথর ছিল না তখন কি অবস্থা ছিল।

16 কেউ যখন বিশ মণ শস্যের স্তূপের কাছে আসত তখন সেখানে পেত মাত্র দশ মণ। যখন কেউ পঞ্চাশ লিটার আংগুর-রস নেবার জন্য আংগুর-রস রাখা জালার কাছে যেত তখন সেখানে থাকত মাত্র বিশ লিটার।

17 আমি শস্যের শুকিয়ে যাওয়া ও ছাৎলা পড়া রোগ আর শিলাবৃষ্টি দিয়ে তোমাদের হাতের সমস্ত কাজকে আঘাত করেছিলাম, কিন্তু তবুও তোমরা আমার দিকে ফেরো নি।