ইব্রীয় 1:4-10 SBCL

4 তাঁর পিতার কাছ থেকে তিনি যে নাম পেয়েছেন তা যেমন স্বর্গদূতদের নামের চেয়ে মহান, তেমনি তিনি নিজেও স্বর্গদূতদের চেয়ে অনেক মহান হয়েছেন।

5 ঈশ্বর কখনও কি কোন স্বর্গদূতকে এই কথা বলেছেন,“তুমি আমার পুত্র,আজই আমি তোমার পিতা হলাম”?আবার তিনি কি বলেছেন,“আমি হব তার পিতা আর সে হবে আমার পুত্র”?

6 না, তিনি তা বলেন নি। ঈশ্বর তাঁর প্রধান সন্তানকে এই জগতে পাঠাবার সময় বলছেন,“ঈশ্বরের সব দূতেরা তাঁকে ঈশ্বরের সম্মান দিয়ে প্রণাম করুক।”

7 স্বর্গদূতদের বিষয়ে ঈশ্বর বলছেন,“তিনি বাতাসকে তাঁর দূত করেছেন;জ্বলন্ত আগুনকে করেছেন তাঁর দাস।”

8 কিন্তু পুত্রের বিষয়ে ঈশ্বর বলছেন,“হে ঈশ্বর, তোমার সিংহাসন চিরস্থায়ী;তোমার শাসন ন্যায়ের শাসন।

9 তুমি ন্যায় ভালবাস আর অন্যায়কে ঘৃণা কর;সেইজন্য ঈশ্বর, তোমার ঈশ্বর,তোমার সংগীদের চেয়ে অনেক বেশী আনন্দতেলের মত করে তোমার উপর ঢেলে দিয়েছেন।”

10 ঈশ্বর আরও বলেছেন,“প্রভু, তুমি অনেক কাল আগেই পৃথিবীর ভিত্তি গেঁথেছিলে;মহাকাশও তোমার হাতে গড়া।