ইব্রীয় 10:1-7 SBCL

1 আইন-কানুনের মধ্যে যা আছে তা ভবিষ্যতের সব মংগলের বিষয়ের ছায়ামাত্র; তাতে সত্যিকারের মহান বিষয়গুলো নেই। সেইজন্য যারা ঈশ্বরের উপাসনা করতে আসে আইন-কানুন কখনও বছরের পর বছর এই একই রকম ভাবে পশু-উৎসর্গের দ্বারা তাদের পূর্ণতা দান করতে পারে না।

2 আইন- কানুন যদি তাদের পূর্ণতা দান করতেই পারত তবে তো পশু-উৎসর্গ বন্ধ হয়ে যেত, কারণ উপাসনাকারীরা যদি একবারেই শুচি হতে পারত তাহলে পাপের জন্য আর নিজেদের দোষী মনে করত না।

3 কিন্তু এই পশু-উৎসর্গগুলো প্রত্যেক বছরই নিজেদের পাপের কথা তাদের মনে করিয়ে দেয়,

4 কারণ ষাঁড় ও ছাগলের রক্ত কখনই পাপ দূর করতে পারে না।

5 সেইজন্য খ্রীষ্ট এই জগতে আসবার সময় ঈশ্বরকে বলেছিলেন,“পশু ও অন্যান্য উৎসর্গ তুমি চাও না,কিন্তু আমার জন্য একটা দেহ তুমি তৈরী করেছ।

6 পোড়ানো উৎসর্গে এবং পাপের জন্য উৎসর্গেতুমি সন্তুষ্ট হও নি।

7 পরে আমি বলেছিলাম,‘এই যে, আমি এসেছি;শাস্ত্রে আমার আসার বিষয় লেখা আছে।হে ঈশ্বর, তোমার ইচ্ছা পালন করতে আমি এসেছি।’ ”