পয়দায়েশ 27:23-29 MBCL

23 ইয়াকুবের হাত তাঁর ভাই ইসের মতই লোমে ভরা ছিল বলে ইসহাক তাঁকে চিনতে পারলেন না। যাহোক, তিনি তাঁকে দোয়া করবার জন্য তৈরী হলেন।

24 তবুও তিনি তাঁকে আবার জিজ্ঞাসা করলেন, “তুমি কি সত্যিই আমার ছেলে ইস্‌?”ইয়াকুব বললেন, “জ্বী, বাবা।”

25 ইসহাক বললেন, “তাহলে তোমার শিকার-করা গোশ্‌তের কিছুটা আমার কাছে নিয়ে এস, যাতে আমি তা খেয়ে তোমাকে দোয়া করে যেতে পারি।”তখন ইয়াকুব ইসহাকের কাছে খাবার নিয়ে গেলেন, আর ইসহাক তা থেকে খেলেন। এর পর ইয়াকুব তাঁকে আংগুর-রস দিলেন আর ইসহাক তা খেলেন।

26 তারপর তাঁর পিতা ইসহাক তাঁকে বললেন, “বাবা, কাছে এসে তুমি আমাকে চুম্বন কর।”

27 তখন ইয়াকুব কাছে গিয়ে তাঁকে চুম্বন করলেন, আর ইসহাক তাঁর গায়ের কাপড়ের গন্ধ পেয়ে তাঁকে এই বলে দোয়া করলেন:“এই তো আমার ছেলের গন্ধ,মাবুদের দোয়া-করা জমির মতই এই গন্ধ।

28 আল্লাহ্‌ যেন তোমাকে আকাশের শিশির দেন,আর তোমার জমিতে উর্বরতা দেন;তাতে তুমি প্রচুর ফসল আর নতুন আংগুর-রস পাবে।

29 বিভিন্ন জাতি তোমার সেবা করুক,আর সব লোক তোমাকে মাটিতে উবুড় হয়ে সম্মান দিক।তোমার গোষ্ঠীর লোকদের তুমি প্রভু হও,তারা তোমাকে মাটিতে উবুড় হয়ে সম্মান দিক।যারা তোমাকে বদদোয়া দেবেতাদের উপর বদদোয়া পড়ুক;যারা তোমাকে দোয়া করবেতাদের উপরে দোয়া নেমে আসুক।”