9 রূবেণের ছেলে হনোক, পল্লু, হিষ্রোণ ও কর্মি।
10 শিমিয়োনের ছেলে যিমূয়েল, যামীন, ওহদ, যাখীন, সোহর ও শৌল। শৌল একজন কেনানীয় স্ত্রীলোকের সন্তান।
11 লেবির ছেলে গের্শোন, কহাৎ ও মরারি।
12 এহুদার ছেলে এর, ওনন, শেলা, পেরস ও সেরহ। এর ও ওনন কেনান দেশেই মারা গিয়েছিল। পেরসের ছেলে হিষ্রোণ ও হামূল।
13 ইষাখরের ছেলে তোলয়, পূয়, যোব ও শিম্রোণ।
14 সবূলূনের ছেলে সেরদ, এলোন ও যহলেল।
15 মেয়ে দীণাসুদ্ধ এরা ছিল লেয়ার মধ্য দিয়ে ইয়াকুবের বংশধর। এরা পদ্দন-ইরামে জন্মেছিল। ইয়াকুবের এই বংশধরেরা ছিল মোট তেত্রিশজন।