সোলায়মানের শীর 1:1-7 MBCL

1 এটা সবচেয়ে সুন্দর গজল। এই গজল সোলায়মানের।

2 তুমি চুম্বনে চুম্বনে আমাকে ভরে দাও,কারণ তোমার ভালবাসা আংগুর-রসের চেয়েও ভাল।

3 তোমার তেলের সুগন্ধ আনন্দ দান করে;ঢেলে দেওয়া খোশবুর মতই তোমার নাম।তাই তো মেয়েরা তোমাকে ভালবাসে।

4 আমি বাদশাহ্‌কে বললাম, “তুমি আমাকে তোমার সংগে নাও;চল, আমরা তাড়াতাড়ি যাই।”তিনি আমাকে তাঁর ঘরে নিয়ে গেলেন।আমরা আপনাকে নিয়ে আনন্দ করব ও খুশী হব;আংগুর-রসের চেয়েও আপনার ভালবাসার বেশী প্রশংসা করব।তারা যে তোমাকে ভালবাসে তা ঠিকই করে।

5 হে জেরুজালেমের মেয়েরা,আমি কায়দারের তাম্বুর মত কালোকিন্তু সোলায়মানের তাম্বুর পর্দার মত সুন্দরী।

6 আমি কালো বলে আমার দিকে এইভাবে তাকিয়ে থেকো না,কারণ সূর্য আমার রং কালো করেছে।আমার ভাইয়েরা আমার উপর রাগ করেআংগুর ক্ষেতের দেখাশোনার ভার আমাকে দিয়েছে,সেইজন্য আমার নিজের আংগুর ক্ষেতের দেখাশোনা আমি করি নি।

7 হে আমার প্রিয়তম, তুমি আমাকে বল,কোথায় তোমার ভেড়ার পাল তুমি চরাও?তোমার ভেড়াগুলোকে দুপুরে কোথায় বিশ্রাম করাও?তোমার সংগী রাখালদের ভেড়ার পালের কাছেকেন আমি ঘোমটা দেওয়া বেশ্যার মত যাব?