1 হে সেরা সুন্দরী, তোমার প্রিয় কোথায় গেছেন?তিনি কোন্ দিকের পথ ধরেছেন?বল, যাতে আমরা তোমার সংগে তাঁর খোঁজ করতে পারি।
2 আমার প্রিয় গেছেন তাঁর বাগানেখোশবু মসলার বীজতলায়;গেছেন খেয়ে বেড়াবার জন্যআর লিলি ফুল তুলবার জন্য।
3 আমি আমার প্রিয়েরই এবং তিনি আমারই,তিনি লিলি ফুলের বনে চরেন।
4 প্রিয়া আমার, তুমি তির্সা শহরের মত সুন্দরী,জেরুজালেমের মত চমৎকার;নিশান উড়ানো সৈন্যদলের মত তোমার জাঁকজমক।
5 আমার দিক থেকে তোমার চোখ ফিরিয়ে নাও;ও দু’টা আমাকে ব্যাকুল করে তোলে।তোমার চুল যেন গিলিয়দ পাহাড় থেকেনেমে আসা ছাগলের পাল।
6 তোমার দাঁতগুলো যেন গোসল করে আসা ভেড়ীর পাল;তাদের প্রত্যেকটারই জোড়া আছে,কোনটাই হারিয়ে যায় নি।
7 ঘোমটার মধ্যে তোমার কপালের দু’পাশযেন আধখানা করা ডালিম।
8 ষাটজন রাণী, আশিজন উপস্ত্রীআর অসংখ্য মেয়ে থাকতে পারে,
9 কিন্তু আমার ঘুঘু, আমার নিখুঁত জনের মত আর কেউ নেই।সে তার মায়ের একমাত্র মেয়ে,যিনি তাকে গর্ভে ধরেছিলেন তাঁর আদরের মেয়ে।মেয়েরা তাকে দেখে বলল, ধন্যাআর রাণীরা ও উপস্ত্রীরা তার প্রশংসা করলেন।
10 তাঁরা বললেন, “কে সে, যে ভোরের মত দেখা দেয়,চাঁদের মত সুন্দরী,সূর্যের মত উজ্জ্বল,আর নিশান উড়ানো সৈন্যদলের মত যার জাঁকজমক?”
11 উপত্যকার নতুন চারাগুলো দেখতে,আংগুর লতায় কুঁড়ি ধরেছে কি না দেখতে,আর ডালিম গাছে ফুল ফুটেছে কি না দেখতেআমি নেমে বাদাম গাছের বনে গেলাম।
12 আমি কিছু বুঝবার আগেই আমার বাসনাআমাকে আমার জাতির বাদশাহ্র রথগুলোর একটার মধ্যে বসিয়ে দিল।
13 হে শূলম্মীয়া, ফিরে এস, ফিরে এস;আমরা যেন তোমাকে দেখতে পাইসেইজন্য ফিরে এস, ফিরে এস।তোমরা মহনয়িমের নাচ দেখার মত করেকেন শূলম্মীয়াকে দেখতে চাইছ?