3 কিন্তু আমরা ঈমান এনেছি এবং আল্লাহ্র সেই ওয়াদা করা বিশ্রামের জায়গায় এসেছি। এই বিশ্রাম সম্বন্ধে তিনি বলেছিলেন,“সেইজন্য আমি রাগে কসম খেয়ে বলেছিলাম,‘আমার দেওয়া বিশ্রামের জায়গায় তারা যেতে পারবে না।’ ”কিন্তু এতে কোন ভুল নেই যে, দুনিয়া সৃষ্টির পরে আল্লাহ্র কাজ শেষ হয়ে বিশ্রাম শুরু হয়েছিল।