21 কেউই বলবে না, “দেখ, আল্লাহ্র রাজ্য এখানে,’ বা ‘দেখ, আল্লাহ্র রাজ্য ওখানে,’ কারণ আপনাদের মধ্যেই তো আল্লাহ্র রাজ্য আছে।”
22 এর পরে তিনি তাঁর সাহাবীদের বললেন, “এমন দিন আসছে যখন তোমরা চাইবে যেন ইব্ন্তেআদমের সময়কার একটা দিন তোমরা দেখতে পাও, কিন্তু তা দেখতে পাবে না।
23 লোকে তোমাদের বলবে, ‘ওখানে দেখ,’ বা ‘এখানে দেখ।’ বাইরে যেয়ো না বা তাদের পিছনে দৌড়িও না।
24 বিদ্যুৎ চমকালে যেমন আকাশের একদিক থেকে অন্যদিক পর্যন্ত আলো হয়ে যায়, ইব্ন্তেআদমের আসা সেইভাবে হবে।
25 কিন্তু প্রথমে তাঁকে অনেক দুঃখ-কষ্ট ভোগ করতে হবে। তা ছাড়া এই কালের লোকেরা তাঁকে অগ্রাহ্য করবে।
26 “নূহের সময়ে যেমন হয়েছিল ইব্ন্তেআদমের সময়েও তেমনি হবে।
27 যে পর্যন্ত না নূহ্ জাহাজে উঠলেন এবং বন্যা এসে লোকদের সবাইকে ধ্বংস করল সেই পর্যন্ত লোকেরা খাওয়া-দাওয়া করছিল, বিয়ে করছিল ও বিয়ে দিচ্ছিল।