1 তকোয়ের রাখালদের মধ্যে আমোস ছিলেন একজন। তখন এহুদার বাদশাহ্ ছিলেন উষিয় এবং ইসরাইলের বাদশাহ্ ছিলেন যিহোয়াশের ছেলে ইয়ারাবিম। ভূমিকমেপর দুই বছর আগে ইসরাইল সম্বন্ধে আল্লাহ্ আমোসকে যা দেখিয়েছিলেন তা তিনি বলেছিলেন।
2 আমোস বললেন, “মাবুদ সিয়োন থেকে গর্জন করছেন এবং জেরুজালেম থেকে জোরে কথা বলছেন। তাতে রাখালদের চারণ ভূমি সব শুকিয়ে যাচ্ছে ও কর্মিল পাহাড়ের চূড়ার গাছপালা মরে যাচ্ছে।”
3 মাবুদ বলছেন, “দামেস্কের তিনটা গুনাহ্, এমন কি, চারটা গুনাহের দরুন আমি নিশ্চয়ই তাকে শাস্তি দেব, কারণ লোহার কাঁটাযুক্ত মাড়াই-যন্ত্র দিয়ে সে গিলিয়দকে মাড়াই করেছে।
4 সেইজন্য আমি হসায়েলের রাজবাড়ীর উপরে আগুন পাঠাব; তা বিন্হদদের কেল্লাগুলো পুড়িয়ে ফেলবে।
5 আমি দামেস্কের দরজার আগল ভেংগে ফেলব; আমি আবনের উপত্যকার লোকদের এবং বৈৎ-আদনে যে লোক রাজদণ্ড ধরে আছে তাকে ধ্বংস করব। সিরিয়ার লোকেরা বন্দী হয়ে কীরে যাবে।”
6 মাবুদ বলছেন, “গাজার তিনটা গুনাহ্, এমন কি, চারটা গুনাহের দরুন আমি নিশ্চয়ই তাকে শাস্তি দেব, কারণ সে কতগুলো গ্রামের সমস্ত লোককে বন্দী করে ইদোমের হাতে তুলে দিয়েছে।