আমোস 6 MBCL

আরামে থাকা লোকেরা

1 ঘৃণ্য তোমরা! তোমরা তো সিয়োনে আরামে বাস করছ আর সামেরিয়ার পাহাড়ে নিজেদের নিরাপদ মনে করছ। তোমরা সবচেয়ে প্রধান জাতি ইসরাইলের নাম-করা লোক আর তোমাদের কাছেই ইসরাইলের লোকেরা আসে।

2 তোমরা কল্‌নীতে গিয়ে দেখ; সেখান থেকে বড় হামায় যাও, তার পরে ফিলিস্তিনীদের গাৎ শহরে যাও। ঐ রাজ্যগুলোর চেয়ে কি তোমাদের রাজ্য দু’টা ভাল? তাদের দেশের চেয়ে কি তোমাদের দেশ বড়?

3 তোমরা মনে করছ যে, তোমরা বিপদের দিনকে দূরে সরিয়ে দিচ্ছ, কিন্তু আসলে তোমরা সন্ত্রাসের রাজত্ব চালা"ছ।

4 তোমরা হাতীর দাঁতের কাজ করা খাটে শোও আর তোমাদের বিছানায় অলসভাবে শরীর টান কর। তোমাদের পাল থেকে তোমরা বাছাই করা ভেড়ার বাচ্চা ও বাছুরের গোশ্‌ত খাও।

5 তোমরা বীণা বাজিয়ে কাওয়ালী গাও এবং দাউদের মত নানা রকম বাজনা তৈরী করে থাক।

6 তোমরা পেয়ালা ভরে আংগুর-রস খাও আর সবচেয়ে ভাল খোশবু তেল গায়ে মাখ, কিন্তু তোমরা ইউসুফের, অর্থাৎ ইসরাইলের ধ্বংসের জন্য দুঃখিত হও না।

7 কাজেই যারা বন্দী হয়ে অন্য দেশে যাবে তাদের মধ্যে তোমরাই হবে প্রথম; তখন তোমাদের মেজবানী খাওয়া ও শরীর টান করা শেষ হবে।

ইসরাইলের অহংকারের প্রতি মাবুদের ঘৃণা

8 দীন-দুনিয়ার মালিক মাবুদ আল্লাহ্‌ রাব্বুল আলামীন নিজের নামেই কসম খেয়ে বলেছেন, “আমি ইয়াকুবের অহংকার এবং তার কেল্লাগুলো ভীষণ ঘৃণা করি; সেইজন্য আমি তোমাদের শহর ও তার মধ্যেকার সব কিছু অন্যের হাতে দিয়ে দেব।”

9 একটা ঘরে দশজন লোক বেঁচে থাকলেও তারা মারা পড়বে।

10 তারপর কোন আত্মীয় লাশগুলো পোড়াবার জন্য সেগুলো ঘর থেকে বের করে নিতে আসবে। ঘরের ভিতরে আর কেউ আছে কি না তা জানবার জন্য সে জিজ্ঞাসা করবে, “তুমি ছাড়া আর কেউ আছে কি?”তখন সেই ঘরের লোক বলবে, “জ্বী না, নেই।”এতে সেই আত্মীয় বলবে, “চুপ কর। এমন কি, মাবুদের নামও নিয়ো না।”

11 যখন মাবুদ হুকুম দেবেন তখন বড় বড় বাড়ী খণ্ড খণ্ড আর ছোট ছোট বাড়ী টুকরা টুকরা করা হবে।

12 খাড়া পাহাড়ে কি ঘোড়ারা দৌড়ায়? কেউ কি সেখানে বলদ দিয়ে চাষ করে? কিন্তু তোমরা ন্যায়বিচারকে করেছ বিষের মত আর তেতোর মত করেছ সততার ফল।

13 তোমরা লো-দবার (যার মানে “কিছুই না”) জয় করেছ বলে আনন্দ করে থাক, আবার বলে থাক, “আমরা কি নিজের শক্তিতে কর্ণয়িম (যার মানে ‘শক্তিশালী শিং’) অধিকার করি নি?”

14 মাবুদ আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলছেন, “হে ইসরাইলের লোকেরা, আমি তোমাদের বিরুদ্ধে একটা জাতিকে পাঠাব। সেই জাতি উত্তর দিকের হামা এলাকা থেকে দক্ষিণ দিকের আরবা উপত্যকা পর্যন্ত সমস্ত জায়গায় তোমাদের উপর জুলুম করবে।”

অধ্যায়

1 2 3 4 5 6 7 8 9