আমোস 7:2-8 MBCL

2 সেগুলো যখন দেশের সবুজ গাছ-গাছড়া খেয়ে পরিষ্কার করে দিল তখন আমি মিনতি করে বললাম, “হে আল্লাহ্‌ মালিক, মাফ কর। ইয়াকুব কি করে বেঁচে থাকবে? সে তো খুবই ছোট।”

3 তখন মাবুদ মন ফিরিয়ে বললেন, “ঐ রকম ঘটবে না।”

4 তারপর আল্লাহ্‌ মালিক আমাকে আর একটা দর্শন দেখালেন। আল্লাহ্‌ মালিক শাস্তি দেবার জন্য আগুনকে ডাকলেন। সেই আগুন মহাসমুদ্রকে শুকিয়ে ফেলল এবং ভূমিকে গ্রাস করতে লাগল।

5 তখন আমি মিনতি করে বললাম, “হে আল্লাহ্‌ মালিক, আমি অনুরোধ করছি তুমি থাম। ইয়াকুব কি করে বাঁচবে? সে তো খুবই ছোট।”

6 তখন আল্লাহ্‌ মালিক মন ফিরিয়ে বললেন, “ঐ রকমও ঘটবে না।”

7 তারপর মাবুদ আমাকে আর একটা দর্শন দেখালেন। তিনি ওলনদড়ি হাতে নিয়ে ওলনের মাপে তৈরী একটা দেয়ালের পাশে দাঁড়িয়ে ছিলেন।

8 তিনি আমাকে বললেন, “আমোস, তুমি কি দেখতে পাচ্ছ?”জবাবে আমি বললাম, “একটা ওলনদড়ি।”তখন মাবুদ বললেন, “আমার বান্দা ইসরাইলের মধ্যে আমি একটা ওলনদড়ি রাখছি; আমি আর তাদের রেহাই দেব না।