আমোস 8:1-5 MBCL

1 আল্লাহ্‌ মালিক আমাকে আর একটা দর্শন দেখালেন। আমি দেখলাম, এক টুকরি পাকা ফল।

2 তিনি জিজ্ঞাসা করলেন, “আমোস, তুমি কি দেখতে পাচ্ছ?”জবাবে আমি বললাম, “এক টুকরি পাকা ফল।”তখন মাবুদ আমাকে বললেন, “আমার বান্দা ইসরাইলের সময় শেষ হয়ে গেছে; আমি আর তাদের রেহাই দেব না।

3 সেই দিন রাজবাড়ীতে গানের বদলে এই বিলাপ হবে, ‘অনেক, অনেক লাশ; সেগুলো সব জায়গায় ছুঁড়ে ফেলা হয়েছে। চুপ কর।’ ”

4 তোমরা যারা অভাবীদের পায়ে মাড়া"ছ আর গরীবদের শেষ করে দিচ্ছ, তোমরা শোন।

5 তোমরা বলছ, “কখন অমাবস্যা চলে যাবে যাতে আমরা শস্য বিক্রি করতে পারি? কখন বিশ্রাম দিন শেষ হবে যাতে আমরা বাজারে গম বেচতে পারি? আমরা মাপের টুকরি ছোট করব, দাম বাড়াব, ঠকামির দাঁড়িপাল্লা ব্যবহার করব,